ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পারিবারিক কলহে সৎছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৩৭ এএম

গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎছেলের হাতে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের সৎছেলে ফখরুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পারিবারিক কলহের জেরে বালাম শেখ ও তার ছেলে ফখরুল শেখের সঙ্গে শোভা বেগমের তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে তারা দুজন মিলে তাকে মারধর করে। আহত অবস্থায় স্থানীয়রা ও নিহতের ছেলে মিলে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শোভা বেগমকে ঢাকায় পাঠান। কিন্তু ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় পৌঁছলে তিনি মারা যান। পরে নিহতের খালাতো ভাই ইয়াসিন মৃতদেহ ও ফখরুল শেখকে নিয়ে কাশিয়ানী থানায় উপস্থিত হন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সৎছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।