ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০২:১৯ এএম

চুয়াডাঙ্গা পৌর শহরের সিএ্যান্ডবি পাড়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রফিকুল ইসলাম সিএ্যান্ডবি মাঠপাড়ার ওহাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউস সংলগ্ন ছোট ভাইয়ের বাঁশ ও সেনেটারি সামগ্রীর দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় রফিকুলের মরদেহ পাওয়া যায়। দুপুর ১২টার দিকে রফিকুলের স্ত্রী পাখি স্বামীর খোঁজ নিতে দোকানে যান। তিনি স্থানীয় এক কিশোরকে ভেতরে দেখতে পাঠালে কিশোরটি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, ‘রফিকুল বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত ছিল। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। নেশা করায় তাকে কেউ ইজিবাইক ভাড়া দিতেও চাচ্ছিল না। আমাদের ধারণা মাদকই তার আত্মহত্যার কারণ।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।