এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অ্যাওয়ার্ড নাইটে তৃণমূল ফুটবল নিয়ে কাজ করার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বর্ণিল অনুষ্ঠানে তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি হিসেবে বাফুফে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) পেয়েছে। এএফসি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, কোচসহ ফেডারেশনগুলোকেও নানা স্বীকৃতি দেওয়া হয়েছে। এএফসি অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল বাফুফে। একটি ছিল মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি, আরেকটি গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ। মেম্বার অ্যাসোসিয়েশনে পুরস্কার পায় লাওস। তবে গ্রাসরুটে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। এই ক্যাটাগরিতে নর্দার্ন মারিয়ানা ও ভিয়েতনামও মনোনীত ছিল। এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে এএফসি গ্রাসরুট অ্যাওয়ার্ড অবশ্য সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার মঞ্চে উঠে গ্রহণ করেন। ২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। ১০ বছর পর বাফুফে আবার এএফসি অ্যাওয়ার্ডে কোনো সম্মাননা পেল। এবারই প্রথম দুটো ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বাফুফে। বিশেষ করে গ্রাসরুটে প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার পাওয়ায় চমক সৃষ্টি করেছে বাংলাদেশ।
বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবলে অনেক জোর দিয়েছে। বিশেষ করে যশোর শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিতে ৭০০ খুদে ফুটবলারকে সমবেত করেছিল। সেই অনুষ্ঠানের ভিডিও পুরস্কার প্রদানের সময় ডিসপ্লে হয়েছে। বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী একাডেমি ও তৃণমূল ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করছেন। সাফ, এএফসির টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলছে বাংলাদেশ। এই কাজের স্বীকৃতিই পেয়েছে বাফুফে। আঞ্চলিক সংস্থা হিসেবে সাফ এবারও মনোনয়ন পেয়েছিল। এবার আঞ্চলিক সংস্থা হিসেবে আসিয়ান পুরস্কার পাওয়ায় সাফের অপেক্ষা আরও বাড়ল।