যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে ৯০ লাখ ৪১ হাজার ৫৫৭ টাকার চোরাচালানি মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে যশোর বিজিবি প্রেসনোটে এ তথ্য জানান। আটককৃতরা হলো- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগ্রাম থানার বনগাঁ পূর্বপাড়া এলাকার মতিয়ার ম-লের ছেলে আব্দুল ম-ল (৩৫) ও বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আবু হামজার ছেলে মোস্তাসিম (২৪)।
বিজিবি জানান, মঙ্গল ও বুধবার যশোরের বেনাপোল, বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া, শিকারপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় নেশা জাতীয় সিরাপ, গাঁজা, কীটনাশক, খৈনি, পান মসলা, ওষুধ, রেলওয়ে পার্টস, নাট বোল্ট, প¬াস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ি, কম্বল, থান কাপড়, কসমেটিক্স সামগ্রী, মোবাইল ফোন আটক ও ভারতীয় একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার আটক করা হয় ২৬ লাখ ৪১ হাজার ৩০৭ টাকার মালামাল ও বুধবার আটক করা হয় ৬৪ লাখ ২৫০ টাকার মালামাল। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুলাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন