ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

যুবকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:১০ এএম

রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে হামিদুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পুন্ডলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামিদুল ইসলাম ওই গ্রামের মহররম আলীর বড় ছেলে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৮ দিকে হামিদুল ইসলাম মাঠে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ৯টার দিকে  প্রতিবেশী ইয়াকুব আলী খেতের জমির মধ্যে বুকে হাত দিয়ে বসে থাকতে দেখেন। ইয়াকুব আলী জানান, সেখানে গিয়ে কি হয়েছে জানতে চাইলে হামিদুল তাকে জানায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে ইয়াকুব আলী হামিদুলের বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিন সকাল সাড়ে ১০টায় রামেকে নেওয়ার পথে রাজশাহী মহানগর এলাকার সাহেব বাজার এলাকায় মারা যান।