টাঙ্গাইলের সখীপুরে প্রশিক্ষিত কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘরে রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) উদ্যোগে ‘বৃক্ষরোপণ সবুজায়ন এবং ফলের গাছ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও উন্নত জাতের ফল ও ফসলের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ সামাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আমীন শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, থানার ওসি আবুল কালাম ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান শাহজাহান খান রবিন, আরএমটিপি প্রকল্পের কমসালটেন্ট প্রফেসর উজ্জ্বল কুমার নাথ, কনসালটেন্ট মিজানুর রহমান, আরডিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরু উদ্দিন প্রমুখ।