ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আলোচনা সভা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:৪১ এএম

বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পাঁচথুপি আমতলা এলাকায় নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা আলোচনা সভায় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আইনজীবী রেজানুল হক ঠান্ডু। এ ছাড়া বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রশাসক আকতার হোসেন সেলিম, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শাহীন, রেজাউল করিম টুন্টু, শাহীন আকতার শাহীন, মকবুল হোসেন খান, যুবদল নেতা বুলবুল আহমেদ মিন্টু, ছাত্রদল নেতা আলম হাসানসহ অন্যান্য নেতা। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।