গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামে সাপের কামড়ে রফিকুল ইসলাম (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জমির কাজ শেষে বাড়ি ফেরার পথে জমির আইল দিয়ে হাঁটার সময় তাকে বিষধর সাপ কামড় দেয়। সাপটি কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাড়িতে ফিরে রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় সাপের কামড়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, ‘গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো সাপের বিষ প্রতিরোধে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়নি। ফলে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত রোগীদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে।’