ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিএনপির গণসংযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:৪৪ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও ধানের শীষের প্রচারণা বিষয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন বিএনপি নেতা মো. সিরাজ উদ্দিন বিএসসির নেতৃত্বে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাজারের ব্যবসায়ী, পথচারী ও শ্রমজীবী মানুষের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি নেতা মো. সিরাজ উদ্দিন বিএসসি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই আহ্বান জানাচ্ছি দেশের তরুণ সমাজের প্রতি।