ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ আহত হয়েছেন আরও চারজন। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের মৃত আ. রব শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে শিক্ষক ইব্রাহিম হোসেন স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলায় একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিল। ফুকরা গ্রামের মধ্যেপাড়া মুনছুর কাঁছা নামকস্থানে পৌঁছালে সালথা থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইব্রাহিম হোসেনসহ ৫ জন আহত হয়। সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন