সুনামগঞ্জে ৭ দফা দাবিতে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা শহরের সওজ কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও উপদেষ্টা সুদীপ চন্দ্র দাস বক্তব্য রাখেন। বক্তারা মাস্টাররোল কর্মচারীদের বেতন-পেনশন সমস্যা সমাধান, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, পদোন্নতি, বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন