শেরপুরে এভারকেয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে সিজার করার সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে। আয়শা আক্তার আশা (২৫) নামে প্রসূতি সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী। জানা যায়, গত শনিবার বিকেলে শেরপুরের নারায়ণপুর এলাকায় অবস্থিত ওই হাসপাতালে অবসরপ্রাপ্ত গাইনি সার্জন ড. লুৎফর রহমান প্রসূতির অপারেশন পরিচালনা করেন। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে গোপন করে সিরিয়াস অবস্থার কথা বলে মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে সদর হাসপাতালে নেওয়ার কথা বলে হাসপাতালের গেট বন্ধ করে দেয়। বিষয়টি সন্দেহ হলে পরে রোগীর স্বজনরা দেখতে পায়, রোগী মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা ও স্থানীয়রা হাসপাতাল গেটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন