বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাস্টাররোলভুক্ত কর্মচারীদের বেতনবৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা শাখা। গতকাল রোববার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে এ কর্মসূচি করা হয়। বক্তারা বলেন, দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মাস্টাররোলভুক্ত কর্মচারীদের ‘৩২১১০৪- আনুষঙ্গিক কর্মচারী-প্রতিষ্ঠান’ কোডের আওতায় এনে মাসিক ভিত্তিতে বেতন প্রদান এবং দৈনিক মজুরির হার নির্ধারণের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে ২৭ মামলার নীতিমালায় আরও ৭টি মামলা অন্তর্ভুক্ত করা এবং প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন