শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাবিষয়ক জেলা-স্তরের কনসালটেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এ সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন বলেন, টাইফয়েড প্রতিরোধে সরকারের টিকা কর্মসূচি সফল করতে গণসচেতনতা জরুরি। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রাজেশ সিংহ মিথুন। এ ছাড়া বক্তব্য রাখেন, ডা. শতাব্দী ভট্টাচার্য, তানভীরুল ইসলাম, কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, সাংবাদিক পংকজ দে ও লতিফুর রহমান রাজু প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন