‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কোর্টমোড় এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামের সঞ্চালনায় একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা তেঁতুল শেখ কলেজের প্রভাষক রমিজ রায়হান, এবং সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন