লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সিন্দুর্না ইউনিয়নের তমেরচৌপুতি এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এদিন অভিযানকালে প্রায় ১১টি ট্রলি বালু উত্তোলন শুরু করলে, সহকারী কমিশনার রন্টি পোদ্দার তাদের আটক করেন। জাহিদুল ইসলামের মালিকানাধীন একটি ট্রলি জব্দ করা হয় এবং তাকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। অপর একজন চালককে খালাস দেওয়া হয়। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, কারাদ-প্রাপ্ত জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন