জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইজাজ, সাধারণ সম্পাদক ইমন মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রনেতা জুবায়েদ হোসেন হত্যাকা-ের সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় এ ঘটনার প্রতিবাদে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন