টাঙ্গাইলের বাসাইলে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে ‘মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’ প্রতিপাদ্যে কাউলজানী বোর্ড বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন।
বক্তারা বলেন, কাউলজানী ইউনিয়নের বিভিন্ন জায়গা মাদকে সয়লাব। ওই এলাকার অসংখ্য উঠতি বয়সি তরুণ ও যুবক দিনে দিনে মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে চুরি বেড়েই চলেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন