কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গলাচিপা উচ্চ বিদ্যালয়ের উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাদকবিরোধী কমিটির সভাপতি কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মারুফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সাবেক অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খোকন, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন প্রমুখ।