ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:২৬ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টনকে গ্রেপ্তার করেছে নান্দাইল থানা পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে শেরপুর ইউনিয়নের ইস্কুলের বাজার নামক স্থান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মিল্টন ভূঁইয়া নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়  গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।