যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তি হলেন বাশার শেখ (২৩), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর ৪৯ বিজিবির টহলদল চাঁনপাড়া বাজারে অভিযান চালিয়ে বাশার শেখকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করা হলে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরও জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা, মোবাইল ফোনসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য ২৭ লাখ ১০ হাজার ৮২৯ টাকা।

