ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:২৮ এএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংড়া গ্রাামে এক বুদ্ধিপ্রতিবন্ধী (২০) নারীকে ধর্ষণের অভিযোগে সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ধর্ষণের অভিযোগে নারীর ভাই রফিকুল ইসলামকে (৫০) আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত বুধবার বিকেলে তাকে স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান, বুদ্ধিপ্রতিবন্ধী থাকলেও নিয়মিত ওই নারী স্কুলে যেত।

অন্যান্য মেয়েদের সঙ্গে সে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে পাঠদানে অংশগ্রহণ করত। ওই নারীর ভাইয়ের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম কৌশলে তার প্রতিবন্ধী বোনকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার নামাজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। কিছু ছাত্র-ছাত্রী ঘটনাটি দেখে ফেললে শিক্ষক দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।