ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

নির্বাচনি পথসভা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:২৪ এএম

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের নির্বাচনি পথসভা ও বিশাল মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ পথসভায় জনতার ঢল নেমেছে। স্থানীয়রা বলছেন, এ যাবতকালে হাতিয়ায় জামায়াতে ইসলামীর যত সভা-সমাবেশ হয়েছে এটিই সর্ববৃহৎ পথসভা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সাগরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এ র‌্যালি ও পথসভা শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল ও পিকআপ যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থক অংশ নেয়। র‌্যালি ও পথসভার শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল। আসছে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই পথসভা ও র‌্যালিতে জনগনের ঢল নেমেছে। এতেই বুঝা যায় হাতিয়ার মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাহফুজুল হককে এমপি নির্বাচিত করতে মুখিয়ে আছেন।