ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের সংবর্ধনা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:২৫ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়ণহাট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাতজন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রদল নেতা রোকন উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, যুবদল নেতা মোজাহের ও সত্তার, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিন, মো. শাহ মাসুম, মো. আরিফ, জুনায়েদ শাকিল, রমজান আলী ও মো. হাসানসহ আরও অনেকেই। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে ছাত্রদলের এমন ধারাবাহিক সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।