ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

আট দোকানে অগ্নিকা-

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:২৬ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভয়াবহ অগ্নিকা-ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কচাকাটা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় আশিকুর রহমান বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে দেখেন বাজারের উত্তর পাশে একটি দোকানে আগুন লেগেছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চিৎকার করে মানুষ জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সার, তেল ও বীজ ব্যবসায়ী অধির সাহা (ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা), আমিনুল ইসলাম (১০ লাখ), হাছেন আলীর কাকলী ট্রেডার্স (১০ লাখ), মুদি দোকানি মমিনুল ইসলাম (১০ লাখ), সুপারি ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিম (৩ লাখ), ফনিন্দ্র শীল (দেড় লাখ) এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলী (৫০ হাজার টাকা)।