ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:২৭ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 
এ সময় জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিল না। তাই ’২৪-এর গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, স্বেচ্ছাসেবক দলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।