‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অন্তর্ভুক্ত ছিল। দিনের শুরুতে কুমার নদীসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন যুবদল নেতারা। এরপর বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়। কর্মসূচি শেষ হয় সালথা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের মধ্য দিয়ে। উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে ও মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মিরান হোসাইন, ফরিদ হোসাইন প্রমুখ।

