ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ড্রামের ভেলায় যাতায়াত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:৩২ এএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া বড়ুয়া এলাকায় ২০১৮ সালের বন্যায় ভেঙে যাওয়া সেতুটি আট বছরেও সংস্কার হয়নি। ফলে ২০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
তবকপুর ও রানীগঞ্জ ইউনিয়নের মানুষের মূল যাতায়াতের মাধ্যম এই সেতুটি ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ভেঙে যাওয়া সেতুটির স্থানে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবকপুর ও রানীগঞ্জ ইউনিয়নের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম এই সেতুটি ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সেতুর স্থানে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় পথচারীরা এখন ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে পারাপার করছেন। ভারী যান চলাচল বন্ধ থাকায় কৃষিপণ্য পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ ভেলায় পার হতে গিয়ে প্রতিদিন আতঙ্কে থাকে তারা। দশম শ্রেণির শিক্ষার্থী সুরভী আক্তার ও পঞ্চম শ্রেণির আরশি আক্তার জানায়, ‘ভেলায় পার হতে গিয়ে সব সময় ভয় লাগে, অনেক সময় স্কুলে যেতে ইচ্ছা করে না।’
উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার জানান, নতুন করে সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, ‘ব্রিজটি ‘সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পে’ ডিপিপিভুক্ত রয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়লে অনুমোদন পাওয়া যাবে।’ তবে দীর্ঘসূত্রতা ও প্রকল্প অনুমোদনের অনিশ্চয়তায় এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়ছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।