ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

চোর গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০১:৩৪ এএম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নারী চোরচক্রের সদস্য জান্নাত খাতুন (২১) ফের পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল রোববার দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়। জান্নাত বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। জানা গেছে, জান্নাত খাতুন যশোর সদর উপজেলার রুপদিয়ার চাউলিয়া গেট এলাকায় বসবাস করেন। তিনি নারী চোর চক্রের একজন সদস্য। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে কৌশলে মোবাইল, টাকা ও সোনার গহনা লুফে নেয়। রোববার দুপুর ১২টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলার বহির্বিভাগ থেকে পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে নগদ ২ হাজার ১০৪ টাকা ও তিনটি ব্যাগ উদ্ধার হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, চুরির অভিযোগে এর আগেও একবার আটক হয়েছিলেন জান্নাত খাতুন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।