ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

শিশুর মৃত্যু

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০১:৩৫ এএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল আনুমানিক ৭টার দিকে কুলিয়ারচর পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফরহাদ মো. ফয়সাল মিয়ার ছেলে। জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে পাশে রেখে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। কিছুক্ষণ পর হঠাৎ ফরহাদকে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে গর্তের ময়লা পানিতে শিশুটিকে দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।