‘সরিষা চাষ বাড়াবো তেলের চাহিদা মেটাবো সরিষা চাষে ভরবো দেশ স্বনির্ভর হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোাধন করেন উপজেল নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। গতকাল রোববার বেলা ১১টার সময় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিনা মূল্যে ৯৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, পেঁয়াজ, মুগ ও মসুর বীজ ও ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক কৃষাণীদের মাঝে এক কেজি করে বীজ ও দশ কেজি করে সার দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান।

