জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. রোকন উদ্দিন মিয়া বলেছেন, ‘শিবচরের মানুষের ভালবাসাই আমার প্রেরণা। আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে জনগণের পাশে থেকে কাজ করছি। বিএনপির নেতৃত্বে এই দফাগুলোর মাধ্যমে দেশ ও মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে চাই। তিনি গত শনিবার দুপুর ১২ টায় মাদারীপুরের শিবচর ৭১ উৎসব রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোকনউদ্দিন মিয়া আরও বলেন, ‘আমি দীর্ঘ ১৭ বছর ধরে আইনজীবী হিসেবে বিএনপির আইনি লড়াইয়ে পাশে ছিলাম এবং থাকব। দলের প্রতিটি কর্মসূচিতে মাঠে থেকে অংশগ্রহণ করেছি। শিবচরে যেই মনোনীত হোন না কেন, আমি দলের স্বার্থে তার সঙ্গেই কাজ করব।’

