মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে আল রোমান নামে এক শিক্ষককে শ্রেণিকক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দের জেরে শ্রেণিকক্ষে প্রবেশ করে স্থানীয় সাদ্দাম হোসেনসহ একদল বহিরাগতরা সন্ত্রাসী কায়দায় শিক্ষক আল রোমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে নিন্দার ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে আজকে শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভে নামে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এদিকে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

