ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

ঝুঁকিপূর্ণ লঞ্চঘাট দিয়ে যাত্রী পারাপার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০১:৪২ এএম

দশমিনা উপজেলার আউলিয়াপুর লঞ্চঘাট দিয়ে প্রতিদিন শত শত যাত্রী পারাপার করে থাকে। মরিচা ধরা এই ঘাটটির ডেকের লোহার প্লেট উঠে গেছে। মাঝ বরাবর তৈরি হয়েছে বড় একটি গর্ত। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিন গিয়ে দেখা যায়, আউলিয়াপুর এলাকার এই লঞ্চঘাটে নারী, শিশু ও বিভিন্ন বয়সি যাত্রীদের ভিড় লেগে থাকে। ঢাকা থেকে পায়রা বন্দর বা চরফ্যাশনগামী লঞ্চগুলো ভিড়লে ঘাটে তীব্র ভিড় তৈরি হয়।

ডেকের মাঝ বরাবর প্রায় ছয় থেকে সাত ফুট দীর্ঘ গর্ত, উল্টে থাকা লোহার পাত এবং ফাটল ধরা অংশে পানি ও আবর্জনা জমে আছে। স্থানীয়দের আশঙ্কা কোনো দুর্যোগ বা ঢেউ উঠলে ফেরির ভেতরে পানি ঢুকে বিপর্যয় ঘটতে পারে।

আউলিয়াঘাট এলাকার একাধিক বাসিন্দা জানান, এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক যাত্রী পারাপার করেন। মাঝখানে বড় গর্ত হয়ে গেছে, কোনো বাচ্চা বা বৃদ্ধ পা ফসকে পড়লে সোজা নিচে চলে যাবে। তবু বিকল্প না থাকায় সবাই বাধ্য হয়ে এই ঘাট ব্যবহার করছে। আরেক যাত্রী বলেন, জানি না কবে এই জরাজীর্ণ ঘাটে দুর্ঘটনা ঘটবে। আমরা শুধু চাই, দ্রুত ঘাটটির পন্টুনটি সংস্কার করা হোক। স্থানীয়রা জানান, বহুদিন ধরেই ঘাটের এমন দুরবস্থা, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন বা বিআইডব্লিউটিএ কোনো পদক্ষেপ নেয়নি। যদি দ্রুত ঘাটটি সংস্কার না করা হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। এদিকে, ঘাট ইজারাদার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।