সিলেটের শাহপরাণ মাজারের পুকুর থেকে হারুন মিয়া (৩০) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হারুন মিয়া শনিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তবে কাউকে কিছু না জানিয়ে তিনি সেদিনই হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে শাহপরাণ মাজারের পুকুরে একজনকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহের গলায় গভীর কাটা দাগ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকা- তা নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা এখনই বলা সম্ভব নয়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিস্তারিত জানা যাবে।’ মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

