সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সড়কের ওপর থাকা বিদ্যুৎ খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। গত রোববার থেকে এই কাজ শুরু হলে স্বস্তি ফিরে আসে শহরের চালক ও পথচারীদের মধ্যে। গতকাল সোমবার শহর ঘুরে দেখা যায়, পৌরসভা ভবনের সামনে, পুরাতন সার্কিট হাউস, উকিলপাড়া, আলীমাবাগ, পাইওনিয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে, কাজির পয়েন্ট, ষোলোঘর পুরাতন জামে মসজিদ এলাকা, বাধনপাড়া, কলোনি সড়ক, মোহাম্মদপুর, হাছননগর, বক পয়েন্ট, বিহারি পয়েন্টসহ শহরের বিভিন্ন সড়কে বিদ্যুৎ খুঁটি অপসারণের কাজ চলছে। চালক রানু আহসান বলেন, দীর্ঘদিন পর হলেও বিদ্যুৎ খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। এখন সড়কের পুরো জায়গা ব্যবহার করা যাবে। এতে যানজট ও দুর্ঘটনা কমবে।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, শহরের অসংখ্য অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও টেলিফোন খুঁটি অপসারণের কাজ চলছে। এতে সড়ক প্রশস্ত হবে এবং যানবাহন ও পথচারীরা নির্বিঘেœ চলাচল করতে পারবেন। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল বলেন, অপ্রয়োজনীয় বিদ্যুৎ খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। নতুন খুঁটিতে ইতোমধ্যে বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন