শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান তাহসিনুল কুরআন কওমী মাদরাসার ৯ বছরের ছাত্র মুহাম্মাদ হাসান মাত্র ছয় মাস আট দিনে পবিত্র কুরআনুল কারিমের পূর্ণ হেফজ সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
গতকাল সোমবার সকাল ১০টায় শেষ সবকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হিফজুল কুরআন সম্পন্ন হয়। এ সময় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মুনাজাতে অংশ নেন।
মুহাম্মাদ হাসানের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চ-ীপুর গ্রামে। বাবা শওকত হাওলাদার একজন ফল ব্যবসায়ী। দুই বোনের একমাত্র ভাই ও পরিবারের সবচেয়ে ছোট সন্তান সে।
মাদরাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, ‘হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। প্রতিদিন নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কুরআনের প্রতি গভীর ভালোবাসার কারণেই সে এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহ তায়ালার এক বিশেষ অনুগ্রহ।’
হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ছেলেকে নামাজ ও কুরআনের পথে রাখতে চেয়েছি। আজ আল্লাহর রহমতে সে পুরো কুরআন মুখস্থ করেছে, এটি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।’
তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের বন্যা বইছে। সবাই তার জন্য দোয়া করেছেন, যেন সে ভবিষ্যতে একজন আদর্শ হাফেজে কুরআন ও ইসলামের খেদমতে নিবেদিতপ্রাণ আলেমে পরিণত হয়।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন