পঞ্চগড়ের আটোয়ারীতে লাউখেত থেকে তনজিনা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ধামোর গ্রামের লাউখেত থেকে তার মরদেহটি উদ্ধার করেছে আটোয়ারী থানার পুলিশ। তিনি ওই গ্রামের লিচু ব্যবসায়ী মৃত মজিবর রহমানের স্ত্রী। তনজিনার দুই ছেলে। বড় ছেলের নাম তৌহিদুল ইসলাম (১৩) এবং ছোট ছেলের নাম তামিম (৮)। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দিলু নামের একজনকে আটক করা হয়েছে। জানা যায়, তনজিনার স্বামী চাল ব্যবসায়ী মজিবর রহমান এক বছর আগে মারা যান। মারা যাওয়ার কয়েক মাস পর একই গ্রামের দিলু হোসেনের (দেলু) ছোট ছেলে মিনাল (২৭) তার সঙ্গে সম্পর্কে জড়ান। সম্পর্কের জেরে দুই মাস আগে লুকিয়ে বিয়ে করেন মিনাল ও তনজিনা। বিয়ের পরেই তারা উপজেলার মির্জাপুর বাজারে এক ভাড়া বাসায় থাকতে শুরু করেন। আর তাদের বিয়েটা বিচ্ছেদ করার জন্য মিনালের পরিবার থেকে ভীষণভাবে চাপ সৃষ্টি করা হয়। এদিকে তনজিনার বড় ও ছোট ছেলেকে মিনালের বড় ভাই মিজানুর রহমান বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে জানা যায়।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন