খুলনার পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারীর সভাপতিত্বে এবং সুন্দরবন ইয়ুথ ফোরামের রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্লাস্টিক দূষণ ও করণীয় বিষয়ে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাকিব আল হাসান, স্নেহা বাছাড়, অরিত্র মন্ডল, রাতুল সরকার ও হীরণ ব্যানার্জি বিজয়ী হন। বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন