চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বুরুমছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্বপাড়া ইউসুফের বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সিইউএফএল সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ ১০৭০৬ ক্যাপ্টেন কাউসার হোসেন (৩৮ এডি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৮৭ হাজার ৫০৪ টাকা, একটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে আটকরা হলেনÑ মো. নুর হোসেন (৩৩), সানোয়ারা বেগম (২৫) এবং আবদুল গফুর (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামিদের ও জব্দকৃত মালামাল আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন