ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহাবুব হোসেন (৩৮) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুব ওই গ্রামের সাব্দার বিশ্বাসের ছেলে। জানা যায়, প্রায় ৮ বছর আগে পদ্মাকর ইউনিয়ন বিএনপি নেতা রাবিউল ইসলামের শ্বশুর সিরাজ মোল্লার প্রায় ১ বিঘা জমি লিজ নেয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলকর্মী জিয়ারুল ইসলামের চাচা বাটুল বিশ্বাস। ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে গতকাল সালিশ হওয়ার কথা ছিল। এর আগেই সকাল সাড়ে ৯টার দিকে মাঠ থেকে বাড়ি ফেরার পথে জিয়ারুলের চাচাতো ভাই মাহাবুরকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন