ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পরিবারের ওপর অভিমান করে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করে। গত বুধবার গভীর রাতে উপজেলার কাদিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ওই গ্রামের আকমলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তরিকুল নেশার সঙ্গে জড়িয়ে পড়ায় পরিবার তাকে শাসন করে। এ কারণে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে বুধবার গভীর রাতে তার শয়ন ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী। এ ব্যাপারে হরিপুর থানার ওসি জাকারিয়া ম-ল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

