সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে শাশুড়ী মরিয়ম খাতুনের (৪৬) আত্মহত্যা। গত বুধবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম খাতুন (৪৬) ব্রজবালা গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী।
জানা যায়, নিহতের মেঝ মেয়ে কল্পনা খাতুন বিয়ের পর থেকেই স্বামী আজিজুলকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিল। হঠাৎ গত মঙ্গলবার কথা কাটাকাটির জেরে কল্পনার স্বামী আজিজুল মরিয়মকে সিলভারের কলস দিয়ে ঢিল মারলে শাশুড়ির ঠোঁট ফেটে যায়। এসময় আজিজুল শাশুড়ীকে অকথ্য ভাষায় গালিগালাজও করে। এমন দুর্ব্যবহার সহ্য করতে না পেরে বুধবার রাতে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে মরিয়ম খাতুন আত্মহত্যা করে। এ ব্যাপারে নিহতের মেয়ে কল্পনা খাতুন জানান, বুধবার রাতে তার মা মরিয়মকে শয়ন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে তার বোন এবং স্বামী এসে লাশ নীচে নামায়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

