ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ধান-চাল সংগ্রহ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০২:১৯ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-২৬ উদ্বোধন করা হয়েছে। গতকার বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে তালোড়া খাদ্য গুদামে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি শাহরুখ খান ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন।

উপজেলায় ৩৪ টাকা কেজি দরে বরাদ্দকৃত ১২৫ টন ধান এবং ৫০ টাকা কেজি দরে বরাদ্দকৃত ৫ হাজার ৬৪৪ টন চাল ১০৯ জন মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দুপচাঁচিয়া ও তালোড়া খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

এ সময় উপস্থিত ছিলেন- সরকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম নাহিদ, খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন প্রমুখ।