পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন নির্বাচনি প্রচার চালিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় কলাপাড়ার নতুন বাজার এলাকায় তিনি নির্বাচনি প্রচার অভিযান চালান।
পৌর শহরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে তিনি ধানের শিষ মার্কায় ভোট চাওয়াসহ লিফলেট বিতরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছ থেকে সব ধরনের সমর্থন কামনা করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরে আগামী নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। পরে উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

