পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে অটোভ্যান গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে শম্পা খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া পৌর শহরের ভাঙ্গুড়া বাজার এলাকার বাংলালিংক টাওয়ারের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ তিন সন্তানের জননী ও পৌর শহরের দক্ষিণ মেন্দা শাহ্পাড়া মহল্লার লিটন হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ শম্পা খাতুন তার ছোট মেয়েকে মাদ্রাসা থেকে আনতে অটোভ্যানে যাচ্ছিলেন। পথে দুপুর ১টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকার বাংলালিংক টাওয়ারের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূ নিহত হন। এ ঘটনায় ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

