ময়মনসিংহের হালুয়াঘাটে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে। মারধর ও অশালীন আচরণের অভিযোগ এক প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত যুবদলের আহ্বায়ক।
জানা যায়, উপজেলার পূর্বধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন গত সোমবার বিকালে হালুয়াঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন, মহিলা মার্কেটের ভেতরে জমিসংক্রান্ত পারিবারিক বিষয়ে তার ওপর ক্ষিপ্ত হয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা অশালীন আচরণ ও মারধর করেন। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আম্বিয়া প্যালেসে পাল্টা সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সাজ্জাদ হোসেন।
লিখিত বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, প্রধান শিক্ষিকা আমার নামে মিথ্যা বক্তব্য উপস্থাপন করেছেন। উনার হীন স্বার্থসিদ্ধির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক অবস্থান ক্ষুণœœ করার জন্য সম্পূর্ণ মিথ্যা বক্তব্য দিয়েছেন।

