বরগুনার তালতলীতে মালিপাড়া ইসলামীয়া আলিম মাদ্রাসা ও কবরস্থানের সামনে দীর্ঘদিন ধরে চলা অবৈধ ট্রাক ও ট্রলি পার্কিং করা হচ্ছে। ফলে ওই সড়কে যানজট লেগে থাকায় শিক্ষার্থী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার গেটের সামনে মহাসড়কের দুই পাশে ট্রাক, ট্রলি, কাভার্ড ভ্যান ও পিকআপ রেখে মালামাল ওঠানামা করেন পাইকাররা। এতে রাস্তার অর্ধেকজুড়ে যানবাহন দাঁড়িয়ে থাকায় যানজট লেগেই থাকে। সবচেয়ে বিপাকে পড়েন মাদ্রাসার শিক্ষার্থীরা। স্কুল ও মাদ্রাসা ছুটির সময় সড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে ছোটাছুটির মধ্যে দুর্ঘটনার ঝুঁকিতে থাকে শিশুরা।
মালিপাড়া এলাকার বাসিন্দা শামীম খান বলেন, মাদ্রাসার সামনে রাস্তা সরু। সেখানে বড় ট্রাক দাঁড়ালে দুদিকের গাড়ি চলাচল একরকম বন্ধ হয়ে যায়। প্রতিদিনই শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। এ ছাড়াও কবরস্থানের পাশের নতুন করা রাস্তাও ভেঙে গেছে।
পথচারী ছালমা আক্তার বলেন, সড়কে ট্রাক দাঁড়িয়ে থাকলে দুই দিকের গাড়ি আটকে যায়। এতে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। কোনো কোনো দিন আধাঘণ্টা পর্যন্ত যানজট লেগে থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে ট্রাক রাখার ব্যাপারে বারবার প্রশাসনকে অবহিত করা হলেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা জরুরি ভিত্তিতে দাঁড় করানোর ট্রাক অপসারণের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, মাদ্রাসার সামনের এই সড়কে অবৈধ ট্রাক পার্কিংয়ের বিষয়ে সবাই জানে। এখানে গাড়ি রাখার জন্য প্রশাসনের একটি মাধ্যমকে টাকা দিয়ে কাজ চালিয়ে যায় আসাদু ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেবক মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। পরে খুদে বার্তা দিলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

