চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস। গতকাল শনিবার বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন দুই যাত্রী মো. ফখরুল ইসলাম ও মো. আশরাফুল ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে তাদের ব্যাগেজ তল্লাশি করে ১৯৯ কার্টন ‘মন্ড’ সিগারেট এবং ২৫০ পিস আমদানি নিষিদ্ধ ‘গৌরী’ ক্রিম জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক রাজস্ব মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। জব্দকৃত পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন