মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হামলায় নিহত ৪৩ শহিদের স্মরণে তেরশ্রী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিন ভোর থেকেই তেরশ্রী স্মৃতিস্তম্ভ চত্বরে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। পরে মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা একে একে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন